ভারতের বৃহত্তম কিছু তথ্য

  ভারতের বৃহত্তম কিছু তথ্য


১) ভারতের বৃহত্তম মসজিদ কি?

= ভারতের বৃহত্তম মসজিদ জুম্মা মসজিদ [দিল্লি]।

২) ভারতের বৃহত্তম গম্বুজ কি?

= ভারতের বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ [ বিজাপুর]।

৩) ভারতের বৃহত্তম জাদুঘর কি?

= ভারতের বৃহত্তম ঘর কলকাতা জাদুঘর।

৪) ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি?

= ভারতের বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা [ কলকাতা]।

৫) ভারতের বৃহত্তম সমাধি কোনটি?

= ভারতের বৃহত্তম সমাধি তাজমহল [ দিল্লির আগ্রা]।            




৬) ভারতের বৃহত্তম বন্দর কোনটি?

= ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই।

৭) ভারতের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?

= ভারতের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন [পশ্চিমবঙ্গ]।

৮) ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?

= ভারতের বৃহত্তম হ্রদ উলার [কাশ্মীর]।

৯) ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি ?

=ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা টাটা আয়রন এন্ড স্টিল [জামশেদপুর, ঝাড়খন্ড]।

১০) ভারতের বৃহত্তম পশু মেলা কোনটি?

= ভারতের বৃহত্তম পশু মেলা সনপুর।

১১) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি?

= ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন [শিবপুর, হাওড়া]।

১২) ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্ক কোনটি?

= ভারতের বৃহত্তম জলের ট্যাঙ্ক টালারট্যাঙ্ক [কলকাতা]।

১৩) ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি?

= ভারতের বৃহত্তম রেল স্টেশন ভিক্টোরিয়া টার্মিনাল [মুম্বাই]।

১৪) ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি?

= ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়।

১৫) ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি?

= ভারতের বৃহত্তম মরুভূমি মরুভূমি [রাজস্থান]।

১৬) ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

= ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর।

১৭) ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি?

= ভারতের বৃহত্তম বিমানবন্দর ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর [মুম্বাই]।

১৮) ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি?

= ভারতের বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরী [কলকাতা]।

১৯) ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি?

= ভারতের বৃহত্তম তৈলখনি বোম্বেহাই।

২০) ভারতের বৃহত্তম বাঁধ কোনটি?

= ভারতের বৃহত্তম বাঁধ শোন বাঁধ।

২১) ভারতের বৃহত্তম সংশোধনাগার কোনটি?

= ভারতের বৃহত্তম সংশোধনাগার তিহার জেল [দিল্লি]।

২২) ভারতের বৃহত্তম সার কারখানা কোনটি?

= ভারতের বৃহত্তম সার কারখানা সিন্ধ্রি।

২৩) ভারতের বৃহত্তম গুরু দোয়ার কোনটি?

= ভারতের বৃহত্তম গুরুদুয়ার স্বর্ণমন্দির [অমৃতসর]।

২৪) ভারতের বৃহত্তম যাত্রীবাহী ট্রেন কোনটি?

= ভারতের বৃহত্তম যাত্রীবাহী ট্রেন জম্বু তাওয়াই।

২৫) যাত্রী সংখ্যায় ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি?

= যাত্রী সংখ্যায় ভারতের বৃহত্তম রেল স্টেশন শিয়ালদহ।


Download PDF