জাতীয় পতাকা || JATIO PATAKA

           জাতীয় পতাকা

১) জাতীয় পতাকা কি ?

উঃ- যে কোন দেশের ঐতিহ্য, গৌরব এবং মর্যাদার প্রতীক হলো জাতীয় পতাকা।



২) ভারতের জাতীয় পতাকার শিল্পী কে ?

উঃ- পিঙ্গলি ভেঙ্কাইয়া ( অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনম গ্রামের মানুষ)।

৩) ভারতের জাতীয় পতাকার আকার কিরূপ ?

উঃ- ভারতের জাতীয় পতাকার আকার- আয়তো কার এবং দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ২ অর্থাৎ লম্বা দুই ফুট হলে আরে তিন ফুট। গেরুয়া, সাদা, সবুজ রং সমান প্রস্থ বিশিষ্ট হতে হয়।

৪) ভারতের জাতীয় পতাকার রং কি?

উঃ- ভারতের জাতীয় পতাকা তে অনুভূমিক ভাবে তিনটি রং আছে। সবার ওপরে গেরুয়া রং, মাঝে সাদা রং, এবং নিচে সবুজ রং, এছাড়া সাদার মাঝখানে নীল রং এর অশোক চক্র থাকে।

৫) কবে থেকে ত্রিবর্ণ রঞ্জিত অশোক চক্র যুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয় ?

উঃ- ১৯৪৭ সালের ১৫ই আগস্ট থেকে।

৬) জাতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক ?

উঃ- ত্যাগ, শৌর্য ও সেবার প্রতীক।

৭) জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক?

উঃ- শান্তি ও পবিত্রতার প্রতীক।

৮) জাতীয় পতাকার সবুজ রং কিসের প্রতীক?

উঃ- জীবন ধর্ম, নির্ভীকতা এবং কর্ম শক্তির প্রতীক।

৯) নীল রং এর অশোক চক্র কিসের প্রতীক ?

উঃ- উন্নতি ও গতিশীলতার প্রতীক।

১০) জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম কি কি ?

উঃ- ক) জাতীয় পতাকার স্থান থাকবে সবার ওপরে। বাড়ির ছাদে অথবা বিভিন্ন অনুষ্ঠান যেমন 26 শে জানুয়ারি, 15 ই আগস্ট এ এই পতাকা উত্তোলিত করা যায়।

খ) এই জাতীয় পতাকার ডানদিকে বা উপরে অন্য কোন পতাকা উত্তোলন করা যাবেনা।

গ) কোন মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে, তা সকলের সামনে থাকবে কিন্তু কখনোই তা অনুভূমিক ভাবে থাকবে না।

ঘ) জাতীয় পতাকা ছেঁড়া বা পড়ানো যাবে না।

ঙ) সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে, এবং রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকা অর্ধনমিত করতে হয়।

১১) ভারতের জাতীয় পতাকার ছবি কবে প্রথম ডাক টিকিটে স্থান পেয়েছিল ?

উঃ- ১৯৪৭ সালের ২১ শে নভেম্বর।

১২) এই পতাকার নকশা কোন পতাকা থেকে গ্রহণ করা হয় ?

উঃ- ভারতের জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা থেকে।

১৩) আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি হয়?

উঃ- খাদি

১৪) ভারতের জাতীয় পতাকা নিয়ম অনুযায়ী কারা তৈরি করেন ?

উঃ- খাদি উন্নয়ন গ্রামীণ উন্নয়ন নিগন ( Khadi Development & Village Industries Commission)।

১৫) ভারতের জাতীয় পতাকার নকশাটি কত সালে কেন্দ্রীয় সংবিধানিক সভায় অনুমোদিত হয় ?

উঃ- ১৯৪৭ সালের ২২ শে জুলাই।





Download PDF        👈