আমাদের দেশের কথা

আমাদের দেশের কথা


অবস্থান :- বিষুবরেখার উত্তরে 8 ডিগ্রী 4 মিনিট ও 37 ডিগ্রি 6 মিনিট অক্ষাংশের মধ্যে, এবং 68 ডিগ্রী 7 মিনিট ও 97 ডিগ্রী 25 মিনিট পূর্ব দ্রাঘিমার ভারতের অবস্থান।


সীমানা ( ভৌগলিক ) : - ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগর, খাম্বাত উপসাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, উত্তর, উত্তর-পশ্চিম ও পূর্ব হিমালয় পর্বত মালার বেষ্টনী। একেবারে দক্ষিনে ভারত মহাসাগরের জলে বিধৌত।

আয়তন :- 3.3 মিলিয়ন বর্গ কিমি।

স্থল সীমান্ত :- 15200 কিমি।

উপকূল :- 7,516.5 কিমি ।

বনাঞ্চল :- 68 মিলিয়ন হেক্টর


সীমানা

প্রতিবেশী দেশ : - পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমার ( বার্মা), উত্তরে চীন, নেপাল ও ভুটান, দক্ষিণের শ্রীলঙ্কা ও ভারত মহাসাগর।


ভারতের মূল ভূ-খণ্ড থেকে শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে পক প্রণালী ও মান্নার উপসাগর।

ভারতের ভৌগোলিক অঞ্চল :- ১) উত্তর ও উত্তর-পূর্বে হিমালয় পার্বত্য অঞ্চল, ২) গাঙ্গেয় অববাহিকা অঞ্চল, ৩) মধ্যবর্তী উচ্চভূমি, ৪) উপদ্বীপ সংলগ্ন মালভূমি, ৫) পূর্ব উপকূল, ৬) পশ্চিম উপকূল, ৭) দ্বীপপুঞ্জ ও সমুদ্র অঞ্চল।


পর্বতমালা :- ভারতবর্ষে বড় বড় সাতটি পর্বতমালা রয়েছে-- ১) হিমালয় পর্বতমালা, ২) পাটকাই পর্বতমালা (উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তে) , ৩) বিন্ধ্য পর্বতমালা, ৪) সাতপুরা পর্বত মালা, ৫) আরাবল্লী পর্বতমালা, ৬) সহ্যাদ্রি পর্বতমালা, ৭) পূর্বঘাট পর্বতমালা।


মালভূমি :- দক্ষিণাত্যের মালভূমি, ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি ।

উপকূল :- পশ্চিম দিকে : কঙ্কন উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল।

                       পূর্বদিকে : উত্তর সরকার উপকূল, করমন্ডল উপকূল ।


রাজ্য : - ২৮ টি

কেন্দ্রশাসিত অঞ্চল :- ৮ টি

জাতীয় রাজধানী অঞ্চল :- দিল্লি, রাজধানী নয়াদিল্লি।

দীর্ঘতম জাতীয় সড়ক :- ২ নং জি টি রোড।

আইনসভা :- সংসদ।

উচ্চকক্ষ :- রাজ্যসভা।

নিম্নকক্ষ :- লোকসভা।

জাতীয় উদ্যান :- ১০২ টি।

অভয়ারণ্য :- ৪৪১ টি।

বৃহত্তম শহর :- মুম্বাই।

উচ্চতম শৃঙ্গ :- গডউইন অস্টিন (২৮,২৫১ ফুট)।

মুদ্রা :- ভারতীয় টাকা।

টাইম জোন :- GMT+5:30

ভারতের প্রথম বৃহত্তম মহানগর :- মুম্বাই।

ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর:- কলকাতা।