ভারতের জাতীয় কিছু বিষয়

  ভারতের জাতীয় কিছু বিষয়


১। ভারতের জাতীয় প্রতীক কি?

উঃ- অশোক চক্র / অশোক স্তম্ভ।

২। ভারতের জাতীয় সংগীত কি?

উঃ- বন্দেমাতারাম।

৩। ভারতের জাতীয় স্তোত্র কি?

উঃ- জনগণমন অধিনায়ক

৪। ভারতের জাতীয় গাছ কি?

উঃ- ভারতীয় বটগাছ। ১৯৫০ সালে ভারতীয় বটগাছ কে ভারতের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়।



৫। ভারতের জাতীয় ফুল কী?

উঃ- পদ্ম ফুল। ১৯৫০ সালে পদ্মফুল কে ভারতীয় জাতীয় ফুলের স্বীকৃতি দেওয়া হয়।



৬। ভারতের জাতীয় ফল কি?

উঃ- আম । ১৯৫০ সালে আমকে ভারতের জাতীয় ফল হিসাবে মর্যাদা দেওয়া হয়।

৭। ভারতের জাতীয় পশু কি?

উঃ- রয়্যাল বেঙ্গল টাইগার। ১৯৭৩ সালে ভারতের জাতীয় পশু হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকৃতি দেওয়া হয়।

৮। ভারতের জাতীয় পাখি কি?

উঃ- ভারতীয় ময়ূর। ১৯৬৩ সালের ১ লা ফেব্রুয়ারি ভারতীয় ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

৯। ভারতের জাতীয় ধ্বনি কি?

উঃ- জয়হিন্দ ।

১০। ভারতের জাতীয় বাণী কি?

উঃ- সত্যমেব জয়তে ।

১১। ভারতের জাতীয় লজ্জা কি?

উঃ- অস্পৃশ্যতা ।

১২। ভারতের জাতির জনক কাকে বলা হয় ?

উঃ- মহাত্মা গান্ধীকে।

১৩। ভারতের জাতীয় খেলা কি?

উঃ- হাডুডু এবং হকি।

১৪। ভারতের জাতীয় ভাষা কোনগুলি?

উঃ- ২২ টি ভাষাকে সরকারিভাবে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাষা গুলি হল - অসমীয়া, বাংলা, বোড়ো, ডোগরী, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলী, মালয়ালম, সাঁওতালি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, মৈতৈ, সিন্ধি, তেলেগু এবং উর্দু।

১৫। ভারতের জাতীয় জলজ পশু কোনটি?

উঃ- ইরাবতী ডলফিন।

১৬। ভারতের জাতীয় দিবস কোন দিনগুলি?

উঃ- ২৬ শে জানুয়ারি ( প্রজাতন্ত্র দিবস), ১৫ ই আগস্ট ( স্বাধীনতা দিবস), ২ রা অক্টোবর ( গান্ধী জয়ন্তী- মহাত্মা গান্ধীর জন্মদিন)।

১৭। ভারতের জাতীয় ঐতিহ্য বাহী পশু কোনটি?

উঃ- হাতি । ২০১০ সালের ২২শে অক্টোবর ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী পশু হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

১৮। ভারতের জাতীয় জীবাণু কি?

উঃ- ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস। এটি একটি উপকারী ব্যাকটেরিয়া । এই ব্যাকটেরিয়াকে খাদ্যের সম্পূরক হিসাবে ব্যবহার করা হয়। ২০০২ সালের ১৮ ই অক্টোবর এই ব্যাকটেরিয়া কে ভারতের জাতীয় জীবাণু হিসাবে ঘোষণা করা হয়।

১৯। ভারতের জাতীয় নীতিবাক্য কি?

উঃ- সত্যমেব জয়তে।

২০। ভারতের জাতীয় নদী কোনটি?

উঃ- গঙ্গা । এর মোট দৈর্ঘ্য ২৫১০ কিমি । ২০০৮ সালের ৪ ঠা নভেম্বর গঙ্গা নদীকে ভারতের জাতীয় নদী হিসেবে মর্যাদা দেওয়া হয়।


Download PDF