ভারতের জাতীয় প্রতীক চিহ্ন

  ভারতের জাতীয় প্রতীক চিহ্ন

  • চারটি সিংহমূর্তি যুক্ত সারনাথের অশোক স্তম্ভের সিংহ মূর্তি।
  • আসল অশোক স্তম্ভটি সারনাথ মিউজিয়ামে রাখা আছে।
  • এর পাদদেশে রয়েছে অশোকের ধর্মচক্র, তাছাড়া রয়েছে একটি বৃষ বা ষাঁড়, একটি অশ্ব বা ঘোড়া, একটি হাতি এবং সিংহের রিলিফ।
  • ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হওয়ার সময় সরকারিভাবে এই প্রতীকটি নেওয়া হয়।
  • এই অশোক চক্রের পাশে দেবনাগরী হরফে লেখা থাকে ' সত্যমেব জয়তে' কথাটি। ( এটি মুণ্ডক উপনিষদ থেকে নেওয়া।
  • এই চিহ্ন সবধরনের অশুভ শক্তিকে বিনাশ করে, সত্য ও ন্যায় ধর্মের প্রতিষ্ঠার সূচক।