ভারতের প্রতিবেশী দেশের বিবরণ ।

ভারতের প্রতিবেশী দেশের বিবরণ ।


১) ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি?

= নয়টি ৷

২) ভারতের প্রতিবেশী দেশ গুলির নাম লেখ ?

= ভারতের প্রতিবেশী দেশগুলি হল – (১) নেপাল (২) ভুটান (৩) শ্রীলঙ্কা (৪) পাকিস্থান (৫) মায়ানমার (৬) বাংলাদেশ (৭) মালদ্বীপ (৮) চীন (৯) আফগানিস্থান ৷

৩) কোন প্রতিবেশী দেশের তিন দিকে ঘিরে রয়েছে ভারতের সীমানা ?

= বাংলাদেশ ৷

৪) এমন দুটি দেশের নাম লেখ যাদের সমুদ্র বন্দর নেই?

= নেপাল ও ভূটান ৷

৫) ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করে আছে ?

= পশ্চিমবঙ্গ ও সিকিম ৷

৬) সম্পূর্ন স্থলভাগ বেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম লেখ?

= নেপাল ও ভূটান ৷

৭) ভারত ও শ্রীলঙ্কা কোন প্রনালী দ্বারা বিচ্ছিন্ন ? 

= পক্ প্রনালী

৮) কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে?

= চীন , নেপাল , ভূটান , বাংলাদেশ , মায়ানমার ,পাকিসথান,আফগানিস্থান৷

৯) আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখ?

= পাকিস্থান ৷

১০) কলকাতা বন্দরের উপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশিল ?

= নেপাল ও ভূটান ৷

১১) ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে জলপথে বাণিজ্য করে ?

= শ্রীলঙ্কা ও মালদ্বীপ ৷

১২) পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে ?

= আসাম,মেঘালয়,ত্রিপুরা,মিজোরাম ৷

১৩) প্রতিবেশি দেশগুলি কোনটি কোন দিকে ?

= পূর্বদিকে বাংলাদেশ,মায়ানমার পশ্চিমদিকে পাকিস্থান,অফগানিস্থান   উত্তরদিকে আছে চিন,নেপাল,ভূটান  দক্ষিনদিকে শ্রীলঙ্কা,মালদ্বীপ ৷

১৪) SAARC কটি দেশ নিয়ে গঠিত?

= SAARC আটটি দেশ নিয়ে গঠিত (১) বাংলাদেশ (২) নেপাল (৩) ভূটান (৪) শ্রীলঙ্কা (৫) পাকিস্থান (৬) মালদ্বীপ (৭) ভারত (৮) আফগানিস্থান ৷

১৫) SAARC কত সালে প্রতিষ্ঠিত হয় ?

= ১৯৮৫ সালে ৷

১৬) SAARC কি উদ্দেশ্যে গঠিত হয়?

 = ভারত ও তার প্রতিবেশী দেশমিলে শান্তি,স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে SAARC গঠিত হয়৷

১৭) নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি এবং এর উচ্চতা কত ?

= মাউন্ট এভারেস্ট, উচ্চতা - ৮৮৪৮ মিটার ৷

১৮) নেপালের রাজধানীর নাম কি? 

= কাঠমান্ডু ৷

১৯) নেপালের প্রধান নদীর নাম কি?

= কালিগন্ডক ৷

২০) নেপালের প্রধান প্রধান শহরের নাম কি ? 

= পোখরা,বিরাটনগর,জনকপুর৷

২১) ভূটানের প্রধান নদীর নাম কি?

 = মানস ৷

২২) ভূটানের উচ্চতম শৃঙ্গের নাম কি ? 

= কুলকাংড়ি (৭৫৫৪মি) ৷