বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা

 

আন্তর্জাতিক সীমারেখা যে যে দেশের মধ্যে অবস্থিত
র‍্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তান
ম্যাকমোহন লাইন ভারত ও চিন
লাইন অব্ কন্ট্রোল (LOC) ভারত ও পাকিস্তান
লাইন অব্ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) ভারত ও চিন
ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান
হিন্ডেনবার্গ লাইন জার্মানি ও ফ্রান্স
ম্যাগিনট লাইন ইটালি, জার্মানি ও ফ্রান্স
সিগফ্রাইড লাইন জার্মানি ও ফ্রান্স
ওডার-নিসে লাইন পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড
ম্যানারহেইম লাইন রাশিয়া ও ফিনল্যান্ড
সাত-এল-আরব ইরাক ও ইরান
49তম প্যারালাল (বৃহত্তম) মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা
13. 38তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
37তম প্যারালাল ভারত ও মায়ানমার
28তম প্যারালাল ভারত ও পাকিস্তান
24তম প্যারালাল ভারত ও পাকিস্তান
17তম প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
16তম প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলা
ইংলিশ চ্যানেল ইংল্যান্ড ও ফ্রান্স
মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রা
জিব্রাল্টার প্রণালী ইউরোপ ও আফ্রিকা
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা
লোহিত সাগর এশিয়া ও আফ্রিকা
গ্রেট চ্যানেল ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা
8° চ্যানেল ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ
কার্জন লাইন পোল্যান্ড ও রাশিয়া
নবীনতর পূর্বতন