সৌরজগৎ এর গ্রহ ও উপগ্রহ সমূহ
- পৃথিবীর একমাত্র উপগ্রহ - চাঁদ
- পৃথিবীর নিকটতম গ্রহ - শুক্র
- সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ - পৃথিবী
- 'সবুজ গ্রহ' বলা হয় ইউরেনাস-কে।
- সৌরজগত এর দ্রুততম গ্রহ - বুধ
- যে গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি - শনি (৫৩ টি)
- পৃথিবীর জমজ গ্রহ - শুক্র
- সৌরজগত আবিষ্কার করেন - নিকোলাস কোপারনিকাস।
- সৌরজগতের পূর্ণ গ্রহের সংখ্যা - ৮টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
- সূর্যের নিকটতম নক্ষত্র - প্রক্রিমা সেন্টারাই।
- সর্বপ্রথম হ্যালির ধুমকেতু দেখা যায় - ১৭৫৯ সালে।
- হ্যালির ধুমকেতু দেখা যায় ৭৫ বছর পর পর।
- পৃথিবী থেকে চাঁদের দূরত্ব - ৩ লক্ষ ৮৪ হাজারকি.মি.।
- পৃথিবী থেকে সূর্যের দুরত্ব- ১৪ কোটি ৮৮ লক্ষ কি.মি. (প্রায়)।
- সৌরজগতের উপগ্রহ নেই - বুধ ও শুক্র।
- সূর্যের ভর - প্রায় 1.99 × 10¹³ কিলোগ্রাম।
- সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় - ২১ জুন।
- উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে - ২১ জুন।
- পৃথিবীতে দিবারাতি সমান থাকে - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
- কত সালে নেপচুন আবিষ্কার করা হয়? - ১৮৪৬ সালে।
- নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? - ১৬৫ বছরে।
- নেপচুনের উপগ্রহ কয়টি? - ২ টি।
- প্লুটোর ব্যাস কত? - ৫৯১০ কি.মি.।
- প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? - ২৮৪ বছরে।
- প্লুটো আবিষ্কৃত হয় কত সালে? - ১৯৩১ সালে।
- প্লুটোর কয়টি উপগ্রহ আছে? - ১ টি।
- আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? - লুব্ধক।
- সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী? - পিস্টল স্টার।
- সবুজ গ্রহ কাকে বলা হয়? - ইউরেনাসকে।
- শান্ত সাগর কোথায় অবস্থিত? - চাঁদে।
- হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল? - ১৯৮৬ সালে।
- কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে? - ৭৬ বছর।
- গ্যালাক্সির বাংলা নাম কী? - ছায়াপথ।
- পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে? - সাড়ে ২৯ দিন।
- সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ? - ২৮ গুণ।
- পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে? - ছয় ভাগের এক ভাগ (ভর ৫০ ভাগের এক ভাগ)।
- কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? - চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
- বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে? - ৫ ঘন্টা।
- লাল গ্রহ কাকে বলা হয়? - মঙ্গল গ্রহকে।
- সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী? - মিউ সাকাই।
- সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী? - ইটা ক্যারিনি।
- সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে? - ১৭৫৯ সালে।
- সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? - প্রক্সিমা সেন্টরাই।
- সূর্যের ব্যাস কতো? - ১৩,৯৪,০০০ কিমি।
- সূর্যের বয়স কতো? - প্রায় ৪৫০ কোটি বছর।
- পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? - সূর্য।
- সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড়? - ১৩ লক্ষ গুন বড়।
- সূর্যের সমস্ত তাপের কতভাগ আমরা পেয়ে থাকি? - ২০০ কোটি ভাগের এক ভাগ।
- সূর্য কোন ছায়াপথে অবস্থিত? - মিল্কিওয়েতে।
- সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমান শক্তি হারাচ্ছে? - চার মিলিয়ন টন।
- বর্তমানে সৌরজগতে গ্রহ কয়টি? - ৮ টি।
- শনির ভূত্বক কিরূপ? - বরফাচ্ছন্ন।