একনজরে ভারতের কিছু তথ্য


১) ভারতের রাজধানী কোথায়? -
নিউ দিল্লি ।

২) ভারতের আয়তন কত ? - 32,87,263 বর্গ কিমি ।

৩) ভারতের অক্ষাংশ কত ? -

8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি মিনিট উত্তর।

৪) ভারতের দ্রাঘিমাংশ কত?

68 ডিগ্রী 7 মিনিট থেকে 97 ডিগ্রী 25 মিনিট পূর্ব।

৫) ভারতের সরকারি ভাষা কি?

ভারতের সরকারি ভাষা হিন্দি ইংরেজি।

৬) ভারতের মোট স্বীকৃত ভাষা কয়টি ?

ভারতের মোট স্বীকৃত ভাষা 22 টি।

৭) ভারতের আন্তর্জাতিক সীমানা কত?

7516.6 কিলোমিটার।

8) ভারতের মোট জনসংখ্যা কত?

1,21,08,54,977 জন ( 2011 সালের জনগণনা অনুযায়ী) ।

৯) ভারতের জনঘনত্ব কত?

370.8 বর্গ কিমি।

১০) ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কত?

1.64 % ।

১১) ভারতে সাক্ষরতার হার কত?

74 .04% ।

১২) ভারতের রাজ্যের সংখ্যা কত?

29 টি।

১৩) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি?

7 টি।

১৪) আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি?

রাজস্থান।

১৫) আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি?

গোয়া।

১৬) ভারতের সবথেকে বড় শহর কোনটি?

মুম্বাই।

১৭) ভারতের জাতীয় উদ্যান কয়টি?

103 টি।

১৮) ভারতের জাতীয় গান কি ?

বন্দেমাতারাম।

১৯) ভারতের জাতীয় বন্দনাগীতি বা জাতীয় সংগীত কি?

জনগনমন।

২০) ভারতের মুদ্রা কে কি বলে?

ইন্ডিয়ান রুপি।

২১) ভারতের জাতীয় খেলা কি?

হকি।

২২) ভারতের জাতীয় পাখি কি?

ময়ূর।

২৩) ভারতের জাতীয় পশু কি?

বাঘ।

২৪) ভারতের জাতীয় ফুল কী?

পদ্ম।

২৫) ভারতের জাতীয় গাছ কি?

কলাগাছ।

২৬) ভারতের জাতীয় ফল কি?

আম।

২৭) ভারতের জাতীয় নদী কি?

গঙ্গা।

২৮) ভারতের জাতীয় ঐতিহ্যশালী পশু কি?

হাতি।

২৯) ভারতের জাতীয় জলজ প্রাণী কি?

নদীর ডলফিন ।


Downlode PDF

নবীনতর পূর্বতন